২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেসার্সকে চাকরি দেবে তথ্যপ্রযুক্তি সংস্থা TCS

২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেসার্সকে চাকরি দেবে তথ্যপ্রযুক্তি সংস্থা TCS

তথ্যপ্রযুক্তি সংস্থা TCS

আমরা ৩৫ থেকে ৪০ হাজার লোক নিয়োগ করি। সেই পরিকল্পনার বদল হয়নি। কোনও বড় মাপের ছাঁটাইও হবে না। তবে আমাদের বেঞ্চকে আরও বেশি করে ব্যবহার করা হবে।” – ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেসার্সকে চাকরি দেবে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। বিভিন্ন ক্যাম্পাসে চলবে এই নিয়োগ প্রক্রিয়া।

প্রতি বছরই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের নিয়োগ করে তথ্য প্রযুক্তি সংস্থা। ইঞ্জিনিয়ারিং পাশের পরই চাকরি পেতে এই সংস্থার দিকেই তাকিয়ে থাকেন পড়ুয়ারা। টিসিএস-এর এই ফ্রেসার্স নিয়োগ বিভিন্ন কলেজে ক্যাম্পাস ড্রাইভের মধ্যে দিয়ে হবে। অনেক ক্ষেত্রে পুল ক্যাম্পাসিংয়ের ব্যবস্থাও করবে টিসিএস। যাতে আরও বেশি কলেজের পড়ুয়ারা এতে অংশ গ্রহণ করতে পারে।

আরও খবর- হাসপাতাল থেকে ছাড়া পেলেই শুরু ED হেফাজত , জ্যোতিপ্রিয় ইস্যুতে কড়া আদালত

২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেসার্সকে চাকরি দেবে তথ্যপ্রযুক্তি সংস্থা TCS

অন্যান

অন্যান