মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি। বহুদিনের পরিকল্পনা বাস্তবে রূপ দিল ইজরায়েল, ইরানের বিভিন্ন সরকারি ও পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে। শুক্রবার ভোররাতে একাধিক জায়গায় আক্রমণ করে ইজরায়েলি বাহিনী। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। মধ্যরাত থেকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, তেল আভিভ এবং জেরুজালেমে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র। ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু মিসাইল আটকাতে সক্ষম হলেও, রাতভর চলা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আভিভের একাধিক এলাকা। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন মাটির নিচের নিরাপদ বাঙ্কারে।
হামলার জেরে জনজীবন থমকে গেছে। ইজরায়েলি সেনার পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে— যেকোনো সময় ফের আক্রমণ হতে পারে। স্থানীয়দের নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইজরায়েলি হামলার পরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন— ‘এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে, যারা এটা করেছে, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছে।’ সেই হুঁশিয়ারির বাস্তব রূপই দেখা গেল শুক্রবার রাতভর। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির মতে, ইজরায়েল বর্তমানে ইরানের শাসকগোষ্ঠীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে। বিস্ফোরণ, সাইরেন আর আতঙ্কের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে এখন যেন এক যুদ্ধের প্রহর গোনা হচ্ছে।