গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুক্তরাষ্ট্রের ট্যারিফ চাপের মুখে ভারতের কৌশল কি হবে

Published : August 2, 2025
---Advertisement---

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন এক উত্তেজনার মুখে। ডোনাল্ড ট্রাম্প ফের একবার ট্যারিফ চাপের অস্ত্র তুলে ধরেছেন। একের পর এক হুমকির মাধ্যমে তিনি মার্কিন কোম্পানিগুলোকে ভারতে উৎপাদন কমাতে বলছেন এবং ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে—ভারত কি ব্রাজিলের মতো শক্ত অবস্থান নিতে পারবে? সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের ৫০% ট্যারিফ হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, “গুরুত্ব মানে দাসত্ব নয়,” এবং পাল্টা ট্যারিফ আরোপের হুমকি দিয়ে দেশের জাতীয় মর্যাদাকেই অগ্রাধিকার দিয়েছেন।

কিন্তু ভারতের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। একদিকে, ভারত এখনও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর প্রবলভাবে নির্ভরশীল, এবং পাল্টা শুল্ক আরোপ GDP বৃদ্ধির হার—যা বর্তমানে ৭ শতাংশ—তাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, চীনের সঙ্গে প্রতিযোগিতা এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা ভারতের কৌশলগত ভারসাম্যকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে এর মধ্যেও ভারতের পক্ষ থেকে আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি জানান, ভারত নিজের অভ্যন্তরীণ শিল্প রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদেশি চাপে নতি স্বীকার করবে না। ফলে এটা স্পষ্ট—ভারত ব্রাজিলের মতো প্রকাশ্যে হুঙ্কার না ছাড়লেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘কৌশলনির্ভর কঠোরতা’ নিয়ে এগোবে। অর্থাৎ, আত্মমর্যাদা ও অর্থনৈতিক স্বার্থ—দুইয়ের ভারসাম্য রক্ষা করেই জবাব দেবে ভারত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now