গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

Published : July 13, 2025
---Advertisement---

রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আর সোমবার আর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া আর মুর্শিদাবাদে। বাংলায় আবারও সক্রিয় হচ্ছে বর্ষা। একসঙ্গে তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে – একটা ছত্তিশগঢ়ের ওপর, একটা পাঞ্জাবে, আর একটা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এই তিনটির প্রভাবেই দক্ষিণবঙ্গে ঢুকছে জোরদার মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গেই চলবে বজ্রবিদ্যুৎ। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর অন্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

কলকাতায় রবিবার মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি নামার সম্ভাবনা বেশ জোরালো। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি – ৭৮ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত। তাই বৃষ্টির মধ্যেও বেড়েছে অস্বস্তিকর গরম। শনিবার শহরের তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি, আর রেকর্ড হয়েছে ৪.৯ মিলিমিটার বৃষ্টি। সব মিলিয়ে, বর্ষা আবার জোর কদমে ফিরছে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখন থেকে রোজের আবহাওয়ায় নজর রাখা দরকার – কারণ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now