গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসি চৌমাথায় বেআইনি এই সাট্টা :লটারির থেকেও বেশি বিপদজনক এই জুয়া

Published : November 3, 2024
---Advertisement---

গলসি চৌমাথায় রাস্তার ধারে প্রকাশ্যে চলছে সাট্টা। একদিকে প্রচুরসংখ্যক মানুষ যখন লটারি কেটে সর্বশান্ত তখন লটারির থেকেও ভয়াবহ নেশা সাট্টা নিয়ে সর্বশান্ত হচ্ছে মানুষ। সাট্টা পুরোপুরি বেআইনি। এটি একটি বড় জুয়া।

কিভাবে চলছে এই সাট্টা? আপনি এদের কাছে এসে প্রথমে চার অক্ষরের একটি নাম্বার নিবেন, ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দিয়ে এই নাম্বার টি নিতে পারেন। ডিয়ার লটারির রেজাল্ট যখন বের হবে তখন যদি ওই রেজাল্টে আপনার নাম্বার খেলে তাহলে আপনি লটারির থেকেও বড় অংকের টাকা পাবেন।

আরো পড়ুন – গলসি চৌমাথায় বেআইনি এই সাট্টা :লটারির থেকেও বেশি বিপদজনক এই জুয়া

এই সাট্টা চালানোর অভিযোগে বর্ধমানে পুলিশ প্রশাসন বারবার রেড করে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিলেন। সাট্টা ব্যবসায়ীরা এবার তাই বর্ধমান শহর ছেড়ে তার আশেপাশের এলাকাগুলি বেছে নিচ্ছে। এই সাট্টা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও স্বাভাবিক ভাবেই আপত্তি অনেকের। একদিকে বেআইনি এই সাট্টা ১০ টাকা থেকে শুরু হওয়ার ফলে কমবয়সী ছেলেরাও নিচ্ছে এই সাট্টার নাম্বার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now