গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শর্ত দিয়েই সম্পর্কে এসেছিলেন হৃত্বিক! তাও কেন বিচ্ছেদ করে বেরিয়ে আসতে বাধ্য হলেন কঙ্গনা?

Published : November 9, 2023
---Advertisement---

শুধু হৃতিক নয়, কঙ্গনা মন দিয়েছেন বহুজনকে। আর তাঁর মন ভেঙেছেও বহু বার। কিন্তু তিনি বারবারই বিয়ে করে সংসার ধর্ম করতে চেয়েছেন। কিন্তু সেই সুযোগ মেলেনি। তবে জানা যায়, হৃত্বিক সম্পর্কে থাকলেও তা স্বীকার করতে চাননি কোনও দিনই। আর এই বিস্ফোরক মন্তব্য এক সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে করেছিলেন কঙ্গনা।

আপ কি আদালত-এ এসে কঙ্গনা রানাওয়াত সবটাই জলের মত পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছিলেন কঙ্গনা। তিনি জানিয়েছিলেন, কোথাও গিয়ে যেন হৃত্বিক রোশন এই সম্পর্কের জন্য তৈরি ছিলেন না। ⁠

কঙ্গনা জানান, হৃত্বিক শর্ত চাপিয়ে সম্পর্কে থাকতে চেয়েছিলেন। হৃত্বিক বলেছিলেন, তিনি এমন পরিবারের ছেলে যেখানে বিবাহ বিচ্ছেদ হওয়া সম্ভব নয়। তিনি সুজন খানকে ছাড়তে পারবেন না। তখনই হৃত্বিকের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও এখন হৃত্বিক সুজানেরও বিচ্ছেদ হয়ে গেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now