গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘরে বসে কাজের নামে প্রতারণা, প্রাণনাশের হুমকি—গলসিতে থানায় অভিযোগ

Published : July 23, 2025
---Advertisement---

ঘরে বসে সহজে মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়ে এক প্রতারণার জালে ফাঁসলেন পূর্ব বর্ধমানের গলসির ভীমসরা গ্রামের এক মহিলা। ইউটিউবে দেখা এক বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন একটি বেসরকারি সংস্থার সঙ্গে। প্রতিশ্রুতি ছিল—ঘরে বসে কাজু ও কিসমিস প্যাকেটজাত করার বিনিময়ে ভালো আয়ের সুযোগ। কিন্তু সেই স্বপ্ন বদলে গেল এক ভয়ানক প্রতারণায়।

Read More – http://গলসিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার সাইবার অপরাধে যুবককে ধরল মুম্বই পুলিশ

ভুক্তভোগী ওই মহিলা জানান, সংস্থার চেয়ারম্যান উত্তরপাড়ার ওয়ালেশ মোড় এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে যোগাযোগ করার পর সংস্থা দাবি করে, কাজ পাওয়ার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স এবং দু’কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সেইসঙ্গে সিকিউরিটি মানির নামে নেওয়া হয় দু’লক্ষ টাকা। ওই মহিলার হাত ধরে আরও কয়েকজন গ্রামবাসীও তাদের নথিপত্র সংস্থায় জমা দেন।

২০২৪ সালের ৯ ডিসেম্বর চেয়ারম্যান একটি সভা করেন এবং জানান, ১৫ দিনের মধ্যে কাজ দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ কোনো কাজ পাননি। এরপর ওই মহিলা ফোন করে টাকা ও নথিপত্র ফেরতের অনুরোধ জানালে, সংস্থার চেয়ারম্যান তাঁকে গালিগালাজ করেন। অভিযোগ অনুযায়ী, তাঁকে হুমকি দেওয়া হয়—অভিযোগ জানালে লোক লাগিয়ে প্রাণে মেরে ফেলা হবে। এমনকি, মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়।

শেষমেশ সাহস করে গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিস সূত্রে জানা গেছে, প্রতারণা, ভয় দেখানো এবং হুমকির ধারায় মামলা রুজু হয়েছে। গলসি থানার এক আধিকারিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now