গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে মদের আসর বিজেপি নেতার, ভাইরাল ছবি নিয়ে শোরগোল।

Published : July 24, 2025
---Advertisement---

মাস্টার প্ল্যান করছি আমরা! দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি, মাস্টার প্ল্যান হচ্ছে , বন্যায় কোমর সমান জলে বসে মদের আসর বসিয়ে এমনই বার্তা বিজেপির পঞ্চায়েত সদস্যের, এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জলে বসে মদের আসর বসিয়েছেন ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক। মদের আসর থেকে পঞ্চায়েত সদস্যের বার্তা মাস্টার প্ল্যান করছি আমরা, দেব মাস্টারপ্ল্যান করবে বলে কথা দিয়ে কথা রাখেনি। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। ভারতবর্ষে মোদি জিন্দাবাদ। এই ভিডিও প্রকাশ হতেই শুরু রাজনৈতিক তরজা, বিজেপি তীব্র আক্রমণ ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজীর। ঘটনায় সাফাই দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যদিও এবিষয়ে মদের আসর বসানো বিজেপি নেতার কোন প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now