গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুখবর, কমলো গ্যাসের দাম

Published : August 2, 2025
---Advertisement---

“আমেরিকার তরফে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোয় যখন মূল্যবৃদ্ধির আশঙ্কায় চিন্তায় গোটা দেশ, তখন একটু স্বস্তির হাওয়া এনে দিল কেন্দ্র সরকার।১ অগাস্ট, থেকে একধাক্কায় ৩৩ টাকা ৫০ পয়সা কমছে বানিজ্যিক গ্যাসের দাম। ফলে দিল্লিতে ১৯ কেজির এক একটি সিলিন্ডারের নতুন দাম হবে ১৬৩১.৫০ টাকা।” “এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন রেস্তরাঁ, হোটেল কিংবা ছোট দোকানের ব্যবসায়ীরা। তাঁদের দৈনন্দিন খরচে আসবে বড় রকমের সাশ্রয়।”কলকাতায় ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডারের দাম এবার থেকে ১৭৩৪ টাকা ৫০ পয়সা। তবে রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। যেমন ছিল, তেমনই থাকছে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম – ৮৭৯ টাকা । “প্রতি মাসের শেষদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে বৈঠক করে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি। সেখানেই ঠিক হয় LPG-র নতুন মূল্য।” “মূল্যবৃদ্ধির মাঝে এই দাম কমার ঘোষণা নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দিচ্ছে ব্যবসায়ী মহলকে। এখন দেখার, পরের মাসে কী হয় রান্নার গ্যাসের দামে।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now