কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সাহেব ঘোষের বাড়ি গলসি থানা এলাকাতেই। বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।এদিনই বর্ধমানের পকসো আদালতে অভিযুক্তকে হাজির করানো হয়। ১৯ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার।
বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। কিশোরীর বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করানোর জন্য সিজেএমকে নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ বছর পনেরোর ওই কিশোরী বাড়ির ছাগল দামোদরের চরে চড়াতে যায়।
Read More – গোহগ্রামে ইন্ডিয়ান ব্যাঙ্কে গ্রাহকদের বিক্ষোভ, পুনঃনিয়োগের দাবিতে সরব স্থানীয়রা
সেখানে অভিযুক্ত তার হাত ধরে টানাটানি করে। অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করে। এমনকি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানায় কিশোরী। এরপরই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য কিশোরীকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।