উত্তর গলসির বৈচি পুলমাথায় তৃণমূল কার্যালয়ে রাতের অন্ধকারে চাবি ভেঙে ভিতরে ঢুকে আলমারি খুলে কাগজ পত্র ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার অভিযোগ। চুরি গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ।
Read More – গলসির বেশ কয়েকটি দোকানে মিলছে লক্ষীর ভান্ডার। কি শুনতে অবাক লাগছে?
তবে রাতের অন্ধকারে কারা এই কান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। খবর দেওয়া হয় গলসি থানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ
গলসি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর সেখ শাহানাজ এর স্বামী সেখ লালিম বলেন কারা এই কান্ড ঘটিয়েছে বুঝতে পারছি না, পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে।
লালিম জানান সকালে তারা কার্যালয়ে এসে দেখেন যে তালা ভাঙা, ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজ পত্র, আলমারি খোলা, বেশ কয়েকটি ফাইল নেই। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ।













