পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের শিল্লার কাছে বালি স্টক করেছে ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’ নামে এক কোম্পানি। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন স্থানিয়রা। এই কোম্পানি এলাকার মানুষ ‘নাজ’ কোম্পানি নামেই চেনে। রাতের অন্ধকারে একাধিক ডাম্পার ও ১২ চাকা লড়িতে বিনা চালানে তারা লোড দিচ্ছে বলে অভিযোগ। এই আগেও এই কোম্পানি শিল্লার কাছে দামোদর নদীতে প্রায় ২ মাস একটি অবৈধ বালি খাদান চালিয়েছিলো। এই অবৈধ বালি কারবারে যুক্ত রয়েছে গলসি ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ঘনিষ্ঠ এক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা ও রামগোপাল পুরের এক বালি ব্যবসায়ী।
এই অবৈধ বালি কারবারের বিষয়ে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন “তৃণমূলের আমলে বালি, কয়লা, পাথর লুঠ এগুলি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। গলসি ১ নং ব্লকের প্রত্যেকটি স্টকে বেআইনি বালি কারবারে তৃণমূল জড়িত। পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। কি ভাবে স্টক থেকে এই বালি চালান ছাড়া বের হচ্ছে তা পুলিশ প্রশাসনের দেখা দায়িত্ব” বিজেপি নেতা রাধাবিনদ গোস্বামী বলেন “শুধু শিল্লা এলাকায় কেন রাজ্যের প্রতিটি কোণায় তৃণমূল লুঠ চালাচ্ছে, গলসির ওই স্টকের প্রতি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিৎ, আর যারা এই কাজে যুক্ত তাদের আইনের আওতায় আনা জরুরি”।