গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির শিল্লায় স্টক বালির বেআইনি ব্যবসা চালাচ্ছে ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’

Published : August 5, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার গলসির শিল্লা এলাকায় বাস স্ট্যান্ডের কাছে দামোদর নদী থেকে বালি তুলে বালি স্টক করা আছে। জানা যাচ্ছে চালান রয়েছে ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড নামে’। এই স্টকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন স্থানীয়রা। নিত্যদিন রাত্রে কোন চালান ছাড়াই একাধিক লড়ি ও ডাম্পারে বালি লোড দিচ্ছে এই স্টক থেকে। এলাকার বেশ কিছু গাড়ি মালিক জানাচ্ছেন যে ডাম্পার গুলিতে নিত্যদিন ওভার লোড দেওয়া হচ্ছে।

এই স্টকের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বেআইনি ভাবে বালি খাদান করার অভিযোগ আগেই উঠেছিলো। গলসির শিল্লা এলাকায় তারা দামোদর নদীতে একটি অবৈধ খাদান ও বেশ কিছুদিন চালিয়েছিলো। চালান ছাড়াই প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে এই গাড়ি গুলি বালি বোঝায় করে নিয়ে যাচ্ছে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Read more – কার দখলে কার্যালয় ? গলসিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বিপাকে তৃণমূল

স্থানীয়দের আরো অভিযোগ এই “হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড” খুবই বড় কোম্পানি তাই এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস তাদের নেই। কোম্পানি এলাকার কিছু লোকেদেরকে তাদের এই স্টক বিক্রির দায়িত্বে রেখেছে। আর তারাই রাতের অন্ধকারে এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আগামি কাল কার মদতে চলছে এই বেআইনি ব্যবসা?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now