পাড়ার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সেই রাস্তায় ঘন্টা তিনেক ধরে অবরোধ করে বিক্ষোভ দেখালেন পাড়ার মহিলাদের একাংশ। পরে গলসি থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে তারা অবরোধ উঠে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গলসি ১ ব্লকের কোঁন্দাইপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের চৌমাথা মোড় থেকে শ্মশান পর্যন্ত প্রায় ১০০০ ফুট রাস্তা এক সময় মোরাম দিয়ে তৈরি করা হয়েছিল।
Read more – গলসিতে দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের, উত্তেজিত জনতা অবরোধ করল জাতীয় সড়ক
ওই রাস্তাতে বাগদিপাড়া নামে পাড়াটিতে প্রায় ৬০ টি পরিবার বসবাস করেন। তারা যেমন আসাযাওয়া করেন, তেমনি মৃতদেহ দাহ করতে গ্রামের বাসিন্দাদের ওই রাস্তা পেরিয়ে শ্মশানে যেতে হয়।অভিযোগ, গত এক দশকেরও বেশি সময় ধরে রাস্তা সংস্কার করা হয়নি। ফলে মোরাম উঠে গিয়ে কাদা বেরিয়ে এতটাই বেহাল যে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তা জুড়ে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলে জল জমে গোটা রাস্তাটিই জলাশয়ে পরিণত হয় বলে অভিযোগ বাসিন্দাদের।
অবরোধকারীদের দাবি, কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের জন্য পঞ্চায়েত ও ব্লকস্তরে জানানো হয়েছে। কিন্তু ফল হয়নি। দিন ওই রাস্তাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধ শুরু করে মহিলারা। সকাল সাতটাতে শুরু হয় অবরোধ। অবরোধকারীরা জানান, “লাগাতার বৃষ্টিতে রাস্তায় জল জমে আরও বেহাল হয়ে পড়েছে। জল কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।
পড়ুয়াদের একই অবস্থা। কিন্তু প্রশাসনের রাস্তাটি সংস্কার নিয়ে হেলদোল নেই। পঞ্চায়েতের উপ প্রধান শেখ মিরাজ বলেন, ” রাস্তাটা প্রায় এক হাজার ফুট দৌঘ্য। এক সাথে অতটা রাস্তা আমরা করতে পারি না। তাই প্রথম ফ্রেজে ৪০০ ফুট করেছি। বাকিটা খুব শীঘ্রই করা হবে।” বিডিও (গলসি ১) জয়প্রকাশ মণ্ডল বলেন, “দ্রুত পদক্ষেপ করা হবে।