গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ‘পুলিশ ঘর’: এক নীরব পাহারাদার

Published : June 20, 2025
---Advertisement---

আপনি কি জানেন গলসির কোথায় রয়েছে ‘পুলিশ ঘর’? নামে পুলিশ ঘর হলে বর্তমানে থাকেনা কোন পুলিশ। কিন্তু আজও পরিস্কার পরিচ্ছন্ন ভাবে রাস্তার ধারে দাড়িয়ে রয়েছে ঘরটি। পূর্ব বর্ধমান জেলার গলসিতে রয়েছে এই পুলিশ ঘর। গলসির আদড়া হাটি রাস্তার ধারে খেতুড়া গ্রামে ডিভিসি ব্রীজের কাছেই রয়েছে এই ‘পুলিশ ঘর’। আপনি ভাবছেন ঘরটির নাম কেন হলো পুলিশ ঘর? এবার আসছি সেই বিষয়ে, ১৯৯০ সালের কাছাকাছি সময়ে এই আদড়া হাটি রাস্তা এত ব্যস্ততম সড়ক ছিলো না, কিন্তু এখনকার মতই প্রচুর গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা ছিলো এই রাস্তা।

Read More – পূর্ব বর্ধমান জেলার দেবীপুর রেল স্টেশনের প্লাটফর্মের বাথরুম থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার।

এই রাস্তায় ডিভিসি ব্রীজের কাছে প্রায় দিন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতো। নাজেহাল হয়ে গিয়েছিলো পুলিশ প্রশাসন। এমনকি বেশ কয়েকবার বিয়ের গাড়িতেও সেসময় বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। এই চুরি ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রতিদিন ডিভিসি ব্রীজের কাছে পুলিশ থাকতো। প্রচন্ড শীতে বা বর্ষার সময় ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের কষ্ট যাতে না হয় সে জন্য ডিভিসি ব্রীজের কাছে ছোট্ট কয়েক ফুটের এই ঘরটি নির্মাণ করা হয়।

যেহেতু এই ঘর পুলিশ তৈরি করেছে আবার পুলিশ থাকে তাই এই ঘরের এলাকাবাসীরা নাম দেয় ‘পুলিশ ঘর’। আজও এই ঘরটি ‘পুলিশ’ ঘর নামেই পরিচিত। বর্তমান সময়ে গলসির অন্যতম ব্যাস্ততম রাস্তা এই আদড়া হাটি রাস্তা। কমেছে অনেক চুরি ছিনতাইয়ের ঘটনা, তাই এই পুলিশ ঘরে থাকেনা আর কোন পুলিশ। কিন্তু আজও ‘পুলিশ ঘর’ নাম নিয়ে দাড়িয়ে রয়েছে ঘরটি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now