পূর্ব বর্ধমান জেলার গলসির গলসির কুলগড়িয়াতে গার্ডওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির। মঙ্গলবার সকালে ঘটে এই দূর্ঘটনা। জানা গিয়েছে দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে যাবার সময় চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে।
দূর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বর্ধমান – দুর্গাপুর লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। পুলিশ পৌছে জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
গলসি থানার এক আধিকারিক জনিয়েছেন এই দূর্ঘটনায় কেউ আহত হয়নি।