গলসিতে ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’ এর অবৈধ বালির ব্যবসার পিছনে রয়েছে গলসি ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের এক নেতা, এই নেতা ব্লক সভাপতির খুবই কাছের। এছাড়াও রয়েছে রাম গোপালপুরের এক বালি ব্যবসায়ী। আর এদের মদতেই ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’ কোম্পানি রমরমিয়ে তাদের বেআইনি বালির ব্যবসা করে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের শিল্লা বাস স্ট্যান্ডের কাছে বালি স্টক করেছে ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’ নামে এক কোম্পানি। আর এই কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে প্রচুর লড়ি ও ডাম্পারে তারা চালান ছাড়াই বালি লোড দিচ্ছে বলে অভিযোগ।
অতিরিক্ত টাকা নিয়ে ডাম্পারে দিচ্ছে ওভারলোড। এই অবৈধ কারবারে যে শুধু মালিক পক্ষ যুক্ত তা নই, যুক্ত রয়েছে গলসি ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের এক নেতা ও রাম গোপালপুরের এক বালি ব্যবসায়ী। চালান ছাড়াই বালি লোড দেওয়ার ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে। সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই এই সব বালি ব্যবসায়ীরা তাদের বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। উদাশীন ব্লক প্রশাসন। এই কোম্পানি তাদের বালি লোড করা প্রত্যেক গাড়ি পিছু একটা মোটা টাকা দেয় ব্লকের এই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতাকে। আর কত দিন ‘হক মার্কেটাইল প্রাইভেট লিমিটেড’ তাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে এই বেআইনি ব্যবসা করবে সেটাই দেখার।