গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার সাইবার অপরাধে যুবককে ধরল মুম্বই পুলিশ

Published : July 17, 2025
---Advertisement---

সাইবার প্রতারণা করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল মুম্বইয়ের ডংরি থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে গলসির পুরসা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তর নাম শেখ রহিম হোসেন। পুরসার মাঝপাড়ায় তার বাড়ি। এ জিজ্ঞাসাবাদে ধৃত ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেছে বলে দাবি পুলিশের। ধৃতের দু’টি মোবাইল ফোন, ডেবিট কার্ড, চেক বই ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। ৬ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন সিজেএম বিনোদ মাহাত। ধৃতকে ৬ দিনের মধ্যে মুম্বইয়ের সিজেএম আদালতে পেশ করে এ ব্যাপারে রিপোর্ট পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণায় রহিমের জড়িত থাকা নিয়ে ডংরি থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নামে ওউ পুলিশ। তদন্তে নেমে ঘটনায় রহিমের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় মুম্বই পুলিশ। এরপরই মুম্বই পুলিশের একটি দল গলসিতে এসে স্থানীয় থানার সাহায্য নিয়ে তাকে গ্রেফতার করে। ব্যাঙ্কের নথিপত্র ঘেঁটে মুম্বই পুলিশ জেনেছে, দু’টি অ্যাকাউন্টে সাইবার জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬ লক্ষ টাকা জমা করে অভিযুক্ত। সেই টাকা সে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। ব্যাঙ্কে টাকা জমা পড়ার নথিপত্রও সংগ্রহ করেছে মুম্বই পুলিশ। ধৃতকে নিয়ে মুম্বাই উদ্দেশ্য রওনা দিয়েছে পুলিশ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now