বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শুরু হয়েছে নিম্নচাপ। লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। কখনো জোরে আবার কোন সময় ঝিরঝির করে চলছে বৃষ্টি। পূর্ব বর্ধমান জেলার গলসি চৌমাথায় লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়লো বিদ্যুৎ এর খুটি। চৌমাথার কদমতলার কাছে বিদ্যুৎ এর খুটি টি ভেঙে পড়ে। তবে এই দূর্ঘটনায় কেউ আহত হয়নি।
আদড়া হাটি রাস্তা গলসির অন্যতম ব্যাস্ততম রাস্তা, খুটি টি ভেঙে রাস্তার উপরে পড়লে দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তারা এসে বিদ্যুৎ এর খুটিটি সরানোর ব্যবস্থা করে।