গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির বড় ক্যানেল কচুরিপানায় ঢেকে গেছে। জল সংকটে ও বাঁধ ভাঙার আশঙ্কায় চিন্তায় গলসির শতাধিক চাষি।

Published : June 1, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার গলসি অঞ্চলের বড় ক্যানেল এখন প্রায় পুরোপুরি ঢেকে গেছে কচুরিপানায়। বর্ষার আগমনের মুখে এই চিত্রে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার শতাধিক চাষি। কারণ এই ক্যানেলই তাঁদের চাষাবাদের মূল ভরসা।

গলসি জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ক্যানেল বহু বছর ধরেই স্থানীয় কৃষিজমিতে সেচ জোগায়। বর্ষা ভালো না হলে ক্যানেলের জলই তাঁদের চাষের প্রধান ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন:

  • ক্যানেলের জলে কচুরিপানা জমে রয়েছে প্রায় সম্পূর্ণভাবে।
  • জলের প্রবাহ একেবারেই নেই।
  • লকগেটগুলিও বাধাগ্রস্ত হচ্ছে।

আরো পড়ুন – ধেয়ে আসছে দুর্যোগ, আপনার জেলায় কী পরিস্থিতি হবে জেনে নিন

চাষিদের মতে, শুধু জল না পাওয়া নয়, বরং অতিরিক্ত বৃষ্টিপাত হলে ক্যানেল উপচে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।“জল পেতে না পারা তো একটা সমস্যা, কিন্তু যদি বৃষ্টির জলে চাপ বাড়ে আর কচুরিপানার কারণে জল বেরোতে না পারে, তাহলে বাঁধ ভেঙে জমি ডুবে যাবে।” – স্থানীয় চাষি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now