নিত্যদিন পূর্ব বর্ধমান জেলার গলসি বাজারে সন্ধ্যার পর থেকে জ্যাম, আর এই জ্যামে ভোগান্তি পথ চলতি মানুষ থেকে নিত্য যাতায়াত কারিদের।কয়েক মাস আগে ব্লক প্রশাসনের উদ্দোগে গলসি বাজারে ফুটপাতে করা সকল ব্যবসা উঠিয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য একটাই গলসি বাজারকে যানজট মুক্ত করা। কিন্তু তার পরেও সন্ধ্যার পর থেকে আগের মতই হাল গলসি বাজারে।
আরো পড়ুন – গলসিতে দামোদরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু
সকাল থেকে গলসি বাজারে গলসি থানার পক্ষ থেকে রাস্তার ধারে গাড়ি রাখতে নিষেধ করা হয়, এমন কি সরকারি নিয়ম অনুসারে ফাইনও কাটা হয়। কিন্তু সন্ধ্যার পর আর কাউকেই দেখা যায়না।নিত্যদিন জাতীয় সড়কে সার্ভিস রোডের ধারে সারি বদ্ধ ভাবে দাড়িয়ে থাকছে অসংখ্য বাইক, যেখানে সেখানে দাড়িয়ে থাকছে টোটো। আর যা নিয়ে প্রশ্ন তুলছে স্থানিয়রা। প্রশ্ন উঠছে গলসিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ে।