নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। আর তার জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরে নিম্নচাপে রূপ নিতে পারে। আর তার প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার রথযাত্রার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আকাশ ঢাকা ছিল মেঘে। কোথাও কোথাও চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই প্রবণতা চলবে আগামী বৃহস্পতিবার, ৩১ শে জুলাই পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই।
রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায়। সোমবার আরও বিস্তৃত হবে বৃষ্টিপাত। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রেও রয়েছে বিপদের আশঙ্কা। নিম্নচাপের কারণে সমুদ্র হবে উত্তাল। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ও সোমবারও বজায় থাকবে এই প্রবণতা। দুই দিনাজপুর ও মালদহতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই টানা বৃষ্টির জেরে গোটা রাজ্যেই কমেছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছাকাছি, আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ৯৮ শতাংশের মধ্যে।