গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফের একফ্রেমে বাহামণি-অর্চি! আসছে ইষ্টি কুটুম ২?

Published : June 2, 2025
---Advertisement---

ফের একফ্রেমে অর্চি এবং বাহামণি। আপনাদের প্রিয় জুটি সুদীপ্তা ও ঋষি কৌশিক। আবার জুটি বাঁধছেন তাঁরা? তবে কি আসতে চলেছে ইষ্টি কুটুম ২! কোন সিরিয়ালে কখন দেখা যাবে তাঁদের? স্টার জলসার এককালের অন্যতম সুপারহিট ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম। সেই স্মৃতি এখনও টাটকা সকলের মনে। দীর্ঘদিন ধরে চলেছিল সেই সিরিয়াল। বাহামণি এবং অর্চি বাবুর গল্প ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল। হঠাৎ ফের একফ্রেমে দেখা গেল নায়ক নায়িকাকে। তবে কি এবার ইষ্টি কুটুম ২ আসছে?বহুদিন পর আবারও সুদীপ্তা চক্রবর্তী এবং ঋষি কৌশিকের দেখা হল। সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। একসঙ্গে একটা সময় যার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সেই সহঅভিনেতার সঙ্গে আড্ডার বেশ কিছু ছবিই এদিন সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ঋষি কৌশিক সিনেমা, সিরিজে কাজ চালিয়ে গেলেও সুদীপ্তা বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে। এদিন তাঁকে এবং ঋষিকে বেশ খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। ছিলেন তাঁদের বন্ধু, অভিনেত্রী শিল্পী দাস, সুদীপ্তার স্বামীও। এদিন অভিনেত্রী একটি ছবি এমন পোস্ট করেন যেখানে তাঁর স্বামী এবং ঋষি কৌশিক রয়েছেন। সেটা পোস্ট করে তিনি লেখেন, ‘অনস্ক্রিন এবং অফস্ক্রিন বর।’ এতদিন পর বাহামণি এবং অর্চিকে একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন অনেকেই। একজন লেখেন, ‘তোমাদের দুজনকে খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখলাম অর্চি, বাহাকে। ভালো থেকো।’ আরেকজন লেখেন, ‘তোমরা কি আবার জুটি বাঁধছ? আবার একসঙ্গে দেখা যাবে তোমাদের?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আবারও তোমাদের একসঙ্গে দেখতে চাই।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now