বুধবার—রাজ্য জুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—দুই অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতার আকাশে সকাল থেকেই মুখভার।সারা দিন মেঘলা আকাশ এবং একাধিক দফায় বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে আজও তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। আজকের সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।দক্ষিণবঙ্গের আবহাওয়া: বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আটটি জেলায় রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা।
বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে এই জেলাগুলিতে।উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা:উত্তরের পাঁচ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।মাঝখানে দু’দিন বিরতির পর, সপ্তাহান্তে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস—বিশেষ করে শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।