গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি অটোমোবাইল মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ইসরোতে চাকরির স্বপ্ন ? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি শিখলেই মিলবে সুবর্ণ সুযোগ

Published : September 13, 2023
ইসরোতে চাকরির স্বপ্ন ? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি শিখলেই মিলবে সুবর্ণ সুযোগ
---Advertisement---

EKHON BHARAT :- একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ইসরোর চন্দ্রযান-৩। এরে সফল উৎক্ষেপণের কয়েকদিনের ব্যবধানেই সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ইসরো-র আদিত্য এল1। যোগ্যতা অনুযায়ী ভালো সংস্থায় চাকরি করতে কে না চায় ! ভারতের সেই মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো-তে কাজের স্বপ্ন দেখছেন? কিন্তু কীভাবে সুযোগ মিলবে বুঝতে পারছেন না তো? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদন। জেনে নিন যাবতীয় তথ্য-
ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি করতে হলে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়া জরুরি। তবেই মসৃণ হবে ইসরোতে চাকরি পাওয়ার রাস্তা।

সি/সি++

ইসরোর অনেক সিস্টেমই সি/সি++ প্রোগামিংয়ের উপরে তৈরি হয়েছে। এই ল্যাঙ্গুয়েজগুলি স্যাটেলাইট কন্ট্রোলের জন্য সিস্টেম, সফটওয়্য়ার বসাতে এবং গ্রাউন্ড ভিত্তিক অ্যাপ্লিকেশনের জন্য় ব্যবহার করা হয়।

পাইথন-

বহুমুখিতা এবং সহজগম্যতা পাইথন ইসরোর একটি মূল্যবান সম্পদ। স্যাটেলাইট মিশন এবং মহাকাশ গবেষণার জন্য অটোমেশন, ডেটা অ্যানালাইসিং এবং বৈজ্ঞানিক কম্পিউটিংয়ের জন্য এটি ব্যবহার করা হয়।

জাভা-

ইসরো বিভিন্ন ক্ষেত্রে যেমন মিশন প্ল্যানিং, স্যাটেলাইট কমিউনিকেশন এবং গ্রাউন্ড স্টেশন সফটওয়্যার ডেভলপমেন্টে জাভা ব্যবহার করে থাকে।

ইসরোতে চাকরির স্বপ্ন ? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি শিখলেই মিলবে সুবর্ণ সুযোগ

খুলে গেল চলন্ত মালগাড়ির কয়েকটি বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!

ম্যাটল্যাব-

কম্পিউটারের কাজ, সিমুলেশন এবং তথ্য বিশ্লেষণের জন্য ম্যাটল্যাব গুরুত্বপূর্ণ। এটি ইসরোর স্যাটেলাইট ডিজাইন, ট্র্যাজেকটরি বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য নিয়মিত কাজে লাগে।

ফোরট্রান-

এটি বৈজ্ঞানিক কম্পিউটিং এবং সংখ্যাতত্ত্ব সিমুলেশন বিশেষ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোতে গুরুত্বপূর্ণ।

রুবি-

বিভিন্ন ইসরো প্রজেক্টে স্ক্রিপটিং এবং অটোমেশন কাজের জন্য় রুবি ব্যবহৃত হয়ে থাকে। এর মাধ্যমে জটিল প্রক্রিয়াগুলি আরও সহজ এবং দক্ষতা বাড়ে।

এলআইএসপি-

এলআইএসপি ইসরোতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং রোবোটিক্স প্রজেক্টগুলিতে অ্যাপ্লিকেশন খুঁজে বার করে। মিশন প্ল্যানিং, কন্ট্রোল সিস্টেম এবং স্বাধীন মহাকাশযানের কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থাৎ আপনি যদি ইসরো-তে চাকরি করতে চান তাহলে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থার নির্দিষ্ট প্রয়োজন অনুসারে নিজের দক্ষতা বাড়াতে হবে। তাহলেই আপনার স্বপ্ন পূরণের পথ সহজ হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now