গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে বসলো ডিজিটাল বোর্ড

Published : July 1, 2025
---Advertisement---

লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে বসলো ডিজিটাল বোর্ড, আধুনিকীকরণের পথে আরও এক ধাপ গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে ফের আধুনিকীকরণের ছোঁয়া। রামগোপালপুর বাজারে বসানো হয়েছে দুটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যা সম্পূর্ণ পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে স্থাপিত। বোর্ড দুটি বসানো হয়েছে রামগোপালপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পানীয় জলের এটিএম-এর পাশে এবং পঞ্চায়েত মার্কেটের সামনে।

Read more – চীনকে কড়া বার্তা রাজনাথের! সীমান্ত শান্তিতে চার দফা প্রস্তাব

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বোর্ডগুলির উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। উপস্থিত ছিলেন উপপ্রধান রাহুল চ্যাটার্জি, অন্যান্য পঞ্চায়েত কর্মী ও বহু সাধারণ মানুষ। পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম জানান, এই বোর্ডগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনসচেতনতা মূলক বার্তা এবং জরুরি তথ্য প্রচার করা হবে।

পাশাপাশি, স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগও থাকবে, যার মাধ্যমে পঞ্চায়েতের অতিরিক্ত আয়ের পথ খুলবে। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। তাঁদের মতে, ডিজিটাল বোর্ডে তথ্য প্রকাশ যেমন সচেতনতা বৃদ্ধি করবে, তেমনই বিজ্ঞাপন প্রচারের সুযোগে ব্যবসার প্রসারও ঘটবে, যা স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করবে। উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস আগেই পানীয় জলের এটিএম চালু করে নজর কেড়েছিলেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। এবার ডিজিটাল বোর্ড স্থাপন করে আবারও এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now