দিঘাতে বাস চলাচলে নিয়ম জারি রাজ্যের , শৃঙ্খলার সাথে চলবে বাস দিঘার রাস্তায় এবার আর হুড়োহুড়ি নয়, সময়মতো, শৃঙ্খলার সঙ্গে চলবে সব বাস। দিঘায় পর্যটনের ভিড় বাড়তেই বাস চলাচলে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহন দফতর। নতুন নির্দেশ অনুসারে, প্রতিটি বাসকে নির্ধারিত সময় মেনেই দিঘায় প্রবেশ ও প্রস্থান করতে হবে।
দিঘার রাস্তায় এবার আর হুড়োহুড়ি নয়, সময়মতো, শৃঙ্খলার সঙ্গে চলবে সব বাস। দিঘায় পর্যটনের ভিড় বাড়তেই বাস চলাচলে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহন দফতর। নতুন নির্দেশ অনুসারে, প্রতিটি বাসকে নির্ধারিত সময় মেনেই দিঘায় প্রবেশ ও প্রস্থান করতে হবে। একসঙ্গে একাধিক বাস ঢুকে পড়ায় তৈরি হয় জট, দেখা দেয় নিরাপত্তার সমস্যা। সেই পরিস্থিতি আটকাতেই কড়া পদক্ষেপ। এবার থেকে আর চলবে না যাত্রী তুলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। যাত্রী উঠেই বাস ছাড়তে হবে সময়মতো।
Read more – সরকারি হাসপাতালে চাকরির সুযোগ, এখনই করুন আবেদন
নিয়ম ভাঙলে নিতে হতে পারে আইনি ফলাও ব্যবস্থা — স্পষ্ট হুঁশিয়ারি পরিবহন দফতরের। পরিবহন দফতরের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বাস মালিক সংগঠন, জেলা পুলিশ এবং পরিবহন কর্তৃপক্ষকে। সময়নিষ্ঠতা ও নিরাপত্তা— এই দুটো বিষয়েই জোর রাজ্যের। আর যদি কোনওদিন সময়সূচি বা রুটে বদল হয়, আগেভাগেই জানানো হবে বাস মালিকদের। তবে অজুহাত নয়, চাই নিয়ম মানা— বলছে দফতর। এত সব নজরদারির দায়িত্ব থাকবে আঞ্চলিক পরিবহন দফতরের ওপর।
নির্দিষ্ট সময় অন্তর নিয়ম মানা হচ্ছে কিনা, হবে পর্যালোচনা ও প্রয়োজন হলে নতুন আলোচনাও। এই উদ্যোগের নেপথ্যে বড় কারণ দিঘার বেড়ে চলা ধর্মীয় ও পর্যটন গুরুত্ব। নতুন জগন্নাথ মন্দির তৈরির পর থেকেই পর্যটক সংখ্যা বেড়েছে বহু গুণে।
এই নির্দেশিকা শুধু বাস চলাচল নয়, পর্যটকদের অভিজ্ঞতা আরও মসৃণ ও নিরাপদ করে তুলবে বলেই আশাবাদী প্রশাসন।
সময়মতো চলবে বাস, নিরাপদ হবে যাত্রা— দিঘার পর্যটন ব্যবস্থায় রাজ্যের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।