তাঁর অভিনয়ের প্রশংসা গ্রাম বাংলার ঘরে ঘরে। তাঁর আকর্ষণে ছোটপর্দার সামনে বসেন সকলেই। বাংলার প্রায় প্রতিটি ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। তিনি আপনাদের প্রিয় ফুলকি ওরফে দিব্যাণী মন্ডল। কিন্তু জানেন কি, দুর্দান্ত নাচেনও দিব্যাণী? সেই নাচের ঝলক প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক জলসায় অতিথি হয়ে গিয়েছেন জি বাংলার ফুলকি, ওরফে দিব্যাণী মন্ডল। স্টেজের পিছন দিকে মিউজিশিয়ানরা বসে রয়েছেন। স্টেজের সামনে নাচছেন অভিনেত্রী।
দিব্যাণীকে ভিডিওতে সোহাগ চাঁদ বদনী গানটিতে নাচতে দেখা যাচ্ছে। তাঁর পরনে ছিল কালো কুর্তি এবং সাদা প্যান্ট। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী যে এত ভালো নাচেন সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লিখেছেন, ওমা! তুমি এত ভালো নাচো জানতাম না তো। খুব ভালো লাগল।’ আর এক ব্যক্তি লিখেছেন, ‘এটা যে ফুলকি বিশ্বাসই করতে পারছি না। নাচ খুব সুন্দর হয়েছে। শুভেচ্ছা জানাই।’ তৃতীয় জন লেখেন, ‘দারুণ হয়েছে নাচটা। খুব ভালো লাগল।’
ফুলকি ধারাবাহিকে দেখানো হল ধানুর বিয়ে। একই সঙ্গে মাকে ফিরে পেয়েছে ফুলকি। কিন্তু সে কি জানতে পারবে যার সঙ্গে দেখা হয়েছে তার সেই ওর নিজের মা? বাবাকে সামনে আনার পর কোন সত্য প্রকাশ্যে আসবে? সবটা নিয়েই বেশ টানটান হয়ে রয়েছে এখন এই ধারাবাহিকের গল্প। আর সেটার ফল টিআরপিতে দেখা যাচ্ছে। বর্তমানে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফুলকি ধারাবাহিকটি।