গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধূমকেতু’ মুক্তির আগেই ঝড় তুলেছে ব্যস অফিসে

Published : August 13, 2025
---Advertisement---

মাত্র চার দিনের অপেক্ষা। পর্দায় ফিরছে টলিউডের অন্যতম হিট জুটি—দেব ও শুভশ্রী। নয় বছর আগে যে ছবি মুক্তির অপেক্ষায় ছিল, সেই ‘ধূমকেতু’ এবার অবশেষে রিলিজের পথে। অগ্রিম বুকিংয়ের চিত্রই বলে দিচ্ছে দর্শকদের উত্তেজনার মাত্রা। মাত্র ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে সাড়ে ছ’হাজারের বেশি টিকিট, এখন তা ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। বুকিং অ্যাপে এখন ট্রেন্ডিং-এ ‘ধূমকেতু’। নায়িকা শুভশ্রী নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই পরিসংখ্যান। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত টুইটে জানিয়েছেন, “যে ঝড়ের গতিতে অগ্রিম বুকিং শুরু হয়েছে, তা অবিশ্বাস্য।” তাঁর মতে, এতটা উন্মাদনা আগে কেবল শাহরুখ খানের কিছু ছবিতেই দেখা গিয়েছে। এই ছবি মুক্তি পেতে চলেছে রাজ্যের প্রায় ১১০টি প্রেক্ষাগৃহে, যেখানে একদিকে ঋত্বিক রোশন-এর ‘ওয়ার ২’ এবং রজনীকান্তের ‘কুলি’র মতো বড় বাজেটের বলিউড ছবিও রয়েছে। তবুও ‘ধূমকেতু’ জায়গা করে নিয়েছে নিজের দাপটে।

দেব-শুভশ্রীর এটি ছয় নম্বর ছবি। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হওয়া এই জুটির সফর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। এই রসায়ন আবারও পর্দায় দেখতে আগ্রহী দর্শক। চলচ্চিত্র ব্যবসার বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার কথায়, “আজ থেকে ৯ বছর আগে ‘ধূমকেতু’ এক্সপেরিমেন্টাল মনে হতে পারত। কিন্তু আজ এই ধরনের ছবির জন্য রয়েছে নির্দিষ্ট বাজার।” তাঁর বিশ্বাস, এই ছবি চলতি বছরের অন্যতম বড় হিট হতে চলেছে। যেভাবে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবি মুক্তির আগেই ব্লকবাস্টারের তকমা পেয়ে গিয়েছিল, টলিউডে ‘ধূমকেতু’ও সেই পথেই হাঁটছে। দেব-শুভশ্রীর জুটিকে নিয়ে আবেগ, দীর্ঘ অপেক্ষা এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা—সব মিলিয়ে এই ছবির সাফল্য কার্যত পূর্ব নির্ধারিত।ফাইনাল উত্তর ১৪ আগস্ট মিলবে। তবে আশাবাদী টলিউড—এই ধূমকেতু এক ইতিহাস গড়তে চলেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now