তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিআইএম ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ভাই তথা ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ, বহু পরিবার লক্ষ লক্ষ টাকা দিয়েও আজ পর্যন্ত কোনো ঘর পাননি। প্রতিশ্রুতি রয়ে গেছে কেবল কথার মধ্যেই। এই ঘটনায় প্রবল ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
Read more – পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস: সভাপতি পদে রদবদলের সম্ভাবনা
রাগে ও হতাশায় প্রায় ৫০টি পরিবার তৃণমূল দল ছেড়ে যোগ দেন সিপিএমে। শুধু দলবদল নয়, অভিযোগ জানানোর পরপরই তাঁরা দখল করে নেন তৃণমূলের স্থানীয় কার্যালয়। এই ঘটনায় ডোমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে তীব্রভাবে।স্থানীয়দের অভিযোগ, একেক জনের কাছ থেকে ৫০ হাজার থেকে শুরু করে প্রায় এক লাখ টাকার বেশি করে নেওয়া হয়েছে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।
কিন্তু দিনের পর দিন কেটে গেলেও ঘরের কোনো চিহ্ন নেই। কেউ কেউ জানিয়েছেন, বারবার যোগাযোগ করলেও কোনো সদুত্তর মেলেনি জাহাঙ্গীর মণ্ডলের কাছ থেকে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন জাহাঙ্গীর মন্ডল নিজে। সমস্ত অভিযোগ তিনি উড়িয়ে দিয়ে দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে অপমান ও হেনস্থা করার উদ্দেশ্যেই এসব মিথ্যা রটানো হচ্ছে। তাঁর দাবি, তিনি কাউকে ঘর দেওয়ার নামে কোনো টাকা নেননি।
তবে স্থানীয় সূত্র বলছে, এলাকাবাসীর ক্ষোভ এখন চরমে। শুধু দলবদল নয়, যারা সিপিএমে যোগ দিয়েছেন, তাঁরা বলছেন— এখন সময় জবাবদিহি করার। ঘটনার তদন্তের দাবিও উঠেছে। ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ড এখন কার্যত রাজনৈতিক সংঘর্ষের ময়দান। আগামী দিনে এই ইস্যু আরও বড় আন্দোলনের রূপ নেবে কি না, সেটাই এখন দেখার।