সাবধান! ফের দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত বাংলায়! দেশে সংক্রমণ ৪ হাজার ছুঁইছুঁই।রবিবার পশ্চিমবঙ্গে ৮৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। তাই সাবধান হোন। ফের মাস্ক ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন। গোটা দেশেই ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিনে প্রায় প্রতিটি রাজ্য থেকেই নতুন করে সংক্রমণের খবর আসছে। এবার বেশি চিন্তিত হতে হচ্ছে এই বাংলার বাসিন্দাদের। কারণ, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা বাংলাতেই। রবিবার পশ্চিমবঙ্গে ৮৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। আর ওই ২৪ ঘণ্টাতেই দেশে সংক্রামিত হয়েছেন ৩৬৩ জন। সব মিলিয়ে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট বলছে,গত ২৪ ঘণ্টায় কেরলে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৪ জন, দিল্লিতে ৬১ জন। এই মূহূর্তে মোট আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষ রয়েছে কেরল। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০০ জন মহারাষ্ট্র ৪৮৫ জন, দিল্লিতে ৪৩৬ জন, গুজরাতে ৩২০ জন এবং পশ্চিমবঙ্গ ২৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। হঠাৎ করে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আক্রান্তদের মূলত মাথাব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, পেটব্যথার সমস্যা দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের মধ্যে ফের লকডাউন আতঙ্ক ফিরে এসেছে।
অনেকেই মনে করছেন, আবার হয়তো সরকারের তরফে এমন ঘোষণা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত লকডাউন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই স্পষ্ট করেছে কেন্দ্র। সরকারি সূত্র বলছে, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয়। অধিকাংশ সংক্রমণই হালকা। রোগীরা হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। তবে এই মুহূর্তে কোনও জোরালো বিধিনিষেধের পরিকল্পনা নেই।