ভয়াবহ সঙ্কটে রাজ্যের মুরগি বাজার? ঝাড়গ্রামে পরিবহণ দফতরের কড়াকড়িতে উত্তাল ব্রয়লার ব্যবসায়ীরা! এবার বাজারে কি আর মিলবে না চিকেন? রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্রয়লার মুরগির সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে যে কোনও দিন—এমনই হুঁশিয়ারি দিলেন ব্রয়লার ব্যবসায়ীরা। কারণ, ঝাড়গ্রাম জেলার পরিবহণ দফতরের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। ব্রয়লার ব্যবসায়ীদের দাবি, ঝাড়গ্রাম থেকে যেসব গাড়ি রাজ্যের বিভিন্ন জেলায় মুরগি নিয়ে যায়, সেগুলিকে পথে আটকানো হচ্ছে, আরোপ করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, জরিমানা তৎক্ষণাৎ না দিলে গাড়ি আটকে রাখার ঘটনাও ঘটছে বারবার। আর এর ফলে, গাড়ির ভেতরেই মারা যাচ্ছে শত শত মুরগি—ব্যবসায়ীদের হচ্ছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। এই ঘটনার প্রতিবাদেই আজ ঝাড়গ্রাম পরিবহণ দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করেন হুগলি, মেদিনীপুর-সহ একাধিক জেলার ব্রয়লার ব্যবসায়ীরা।
হুগলি জেলার ব্রয়লার ব্যবসায়ী শেক মইনুর আলম স্পষ্ট জানিয়েছেন— “গাড়ি লোড করে নিয়ে যাওয়ার সময় অন্যায়ভাবে কেস দেওয়া হচ্ছে। টাকা না দিলে গাড়ি আটকে রাখা হচ্ছে। ফলে আমাদের মুরগি মারা যাচ্ছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা সমস্যা জানিয়েছি। যদি এর সমাধান না হয়, তাহলে আমরা গাড়ি বন্ধ করে বৃহত্তর আন্দোলনে যাব।” এই হুঁশিয়ারির ফলে প্রশ্ন উঠছে—তবে কি রাজ্যের বাজারে অনির্দিষ্টকালের জন্য অমিল হতে চলেছে ব্রয়লার মুরগি? যদি এই সমস্যা অবিলম্বে মিটে না যায়, তাহলে কলকাতা সহ গোটা রাজ্যেই মুরগির মাংসের সরবরাহ ব্যাহত হতে পারে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের রান্নাঘরেও। এখন দেখার, রাজ্য প্রশাসন কবে হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধানে এগিয়ে আসে।