চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যাবে রাজ্য সরকার। সেই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়ার কথা ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে।
সুপ্রিম কোর্ট চিহ্নিত অযোগ্য শিক্ষক ছাড়া বাকিদের ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও শিক্ষাকর্মীদের স্কুলে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের বেতন। এসএসসি-র জন্যই তাঁরা চাকরি হারিয়েছেন এই দাবি তুলে আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা। শনিবার রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা তাঁদের নিয়ে বৈঠকে বসেন। সেখানেই টেলিফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ভাতার প্রস্তাব দেন।
তবে এই টাকা দেবে না শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে শিক্ষা দফতরকে জড়াচ্ছি না। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম দফতর সহ বিভিন্ন বিভাগ মারফত এই টাকা দেওয়া হবে। অনেকে লোন নিয়েছে। তারা যাতে সংসার চালাতে পারে সেকথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার রিভিউ পিটিশনে যাবে। তার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে তাদের যোগ্য ঘোষনার দাবিতে বিকাশ ভবনের সামনে তিনদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন ওএমআর ইস্যুর শিক্ষকরা। তাঁদের দাবি, ওএমআর ইস্যু প্রমাণিত হয়নি। তাই সুপ্রিম কোর্ট তাঁদের অযোগ্য তালিকায় রাখেনি। অথচ স্কুল সার্ভিস কমিশন তাঁদের যোগ্য তালিকায় রাখছে না। অবিলম্বে তাঁদের রেখে যোগ্য তালিকা ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা