দুর্ঘটনা কবলে পড়ল এক অ্যাম্বুলেন্স। দাঁড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গতি এতটাই ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুছড়ে যায়।
Read More – মুখ্যমন্ত্রীর উপহার: জামালপুরে প্রতিটি পরিবারে জগন্নাথের প্রসাদ
পুলিশ মৃত ও আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তিনজনের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দমদম এলাকায় এক রোগীকে দুর্গাপুরের এক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসছিল অ্যাম্বুলেন্সটি। হঠাৎ সেটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এরপরই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ মোট তিনজনের। ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
এই ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরিটি পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন দুর্গাপুরের বিশ্বজিৎ রায়চৌধুরী, বীরভূমের বিধান রুইদাস ও গৌতম দাস। পুলিশের দাবি, বিশ্বজিৎ ও বিধান হলেন অ্যাম্বুল্যান্সের চালক এবং খালাসি। আর গৌতমকে দেখানোর জন্যেই দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।