গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বর্ষায় শহরে ফের ইনফ্লুয়েঞ্জার দাপট, আক্রান্ত একাধিক পরিবার

Published : August 8, 2025
---Advertisement---

বর্ষা বাড়তেই শহরে ফের মাথাচাড়া দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণের হার এতটাই বেশি যে পরিবারে এক জন নয়, আক্রান্ত হচ্ছেন সবাই মিলে—শিশু থেকে প্রবীণ। জ্বর, সর্দি, কাশি, ডায়ারিয়া—নানা উপসর্গে হাসপাতাল এবং ক্লিনিকে ভিড় বাড়ছে হু-হু করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় ইনফ্লুয়েঞ্জার প্রকোপ স্বাভাবিক হলেও এবারে সংক্রমণের সংখ্যা ‘অস্বাভাবিকভাবে’ বেশি। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর সহযোগী অধ্যাপক ডা. প্রভাস প্রসূন গিরি জানাচ্ছেন, গত এক সপ্তাহে যাঁদের ইনফ্লুয়েঞ্জা সন্দেহে পরীক্ষা করানো হয়েছে, তাঁদের মধ্যে প্রায় সবাই পজিটিভ। যদিও স্বস্তির বিষয়—তাদের কারো আইসিইউতে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল চৌধুরী জানিয়েছেন, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বর্তমানে প্রায় ৫০ শতাংশ রোগী ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাল সংক্রমণের উপসর্গ নিয়ে আসছেন।

এমনকি শিশুদের আক্রান্ত হওয়ার হার বড়দের তুলনায় বেশি। প্রখ্যাত শিশু চিকিৎসক ডা. সুমিতা সাহা বলছেন, “এই মুহূর্তে হাসপাতালে রোগীর সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ বেড়েছে।”তাঁর মতে, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অ্যাডেনোভাইরাস ও RSV-এর সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। স্কুল, অফিস কিংবা পাড়ার মেলামেশা—সব ক্ষেত্র থেকেই ছড়াচ্ছে ভাইরাস। এমনকি একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হচ্ছেন। ইন্টারন্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ডা. রাহুল জৈন জানাচ্ছেন, যদিও সংক্রমণ মৃদু, তবে কোমর্বিডিটি থাকলে জটিলতা তৈরি হতে পারে। তাই গাফিলতি নয়—চাই বাড়তি সতর্কতা। বিশিষ্ট চিকিৎসক সৌম্যজিৎ গুহর পরামর্শ, সংক্রমণ রুখতে এখনই প্রয়োজন সচেতনতা—মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোওয়া এবং ফ্লু ভ্যাকসিন নেওয়াই হতে পারে প্রতিরোধের মূল চাবিকাঠি। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে সতর্কতা যেন কোনওভাবেই শিথিল না হয়—এমনটাই পরামর্শ শহরের চিকিৎসকদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now