বৃহস্পতিবারের রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসতেই হতাশ ভক্তরা। টিআরপি তালিকায় নীচে নেমেছে নিম ফুলের মধু। স্লট বদলে যেতেই টিআরপির এই পতন বলে মনে করা হচ্ছে। এদিকে সেরার তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ফুলকি।
বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। আজ সামনে এসেছে বাংলা টেলিভিশনের গত সপ্তাহের মার্কশিট।
তবে এই সপ্তাহে যেহেতু কালী পুজো ছিল তাই বেশ খানিকটা কমেছে সিরিয়াল গুলোর নম্বর।
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। মনে করা হচ্ছে আরজি কর কাণ্ডের জেরেই এই সপ্তাহে টিআরপি নম্বর সুখকর হল না চ্যানেলগুলোর জন্য। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চমকে দেওয়ার মতোই তালিকা এবার সামনে এলো।
Post Views: 40