ভারতীয় রেলওয়ে নিল আর এক বড় সিদ্ধান্ত। বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের পুরনো নিয়ম। এবার থেকে আর চাইলেই ইমার্জেন্সি কোটায় শেষ মুহূর্তে টিকিট কাটা যাবে না। আগেভাগেই জানাতে হবে—কে ট্রেনে উঠছেন, আর কেনই বা ইমার্জেন্সি কোটার প্রয়োজন।জানা গিয়েছে, রেলওয়ে চার্ট তৈরির নিয়মে সাম্প্রতিক বদলের জেরেই এবার ইমার্জেন্সি কোটার বুকিংয়ে কড়া নিয়ম আনছে রেল। এখন থেকে ট্রেন ছাড়ার দু’ঘণ্টা নয়, পুরো ৮ ঘণ্টা আগেই তৈরি হচ্ছে চূড়ান্ত যাত্রী তালিকা। ফলে ইমার্জেন্সি কোটায় টিকিট পেতে হলে অন্তত একদিন আগেই জানাতে হবে রেলকে। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে তৈরি হবে চূড়ান্ত চার্টইমার্জেন্সি কোটায় টিকিট পেতে হবে আগের দিন আবেদন যাত্রার দিন আর টিকিট নয় এই কোটায় এই কোটা বরাদ্দ থাকে ভিআইপি, রেল কর্মী, কিংবা মেডিক্যাল ইমার্জেন্সির জন্য। কিন্তু অভিযোগ, বহু ক্ষেত্রেই এই কোটার অপব্যবহার হয়। শেষ মুহূর্তে টিকিট বুকিংয়ের জেরে চার্ট তৈরিতে দেরি হয়, কনফার্ম টিকিট মেলে না ওয়েটিং যাত্রীদের। সেই সমস্যার সমাধানেই এবার সময়সীমা বেঁধে দিল রেল।
নতুন নিয়ম অনুযায়ী, যদি ট্রেন ছাড়ে রাত ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে, তাহলে আগের দিন দুপুর ১২টার মধ্যে আবেদন জানাতে হবে। আর যদি ট্রেন ছাড়ে দুপুর ২টা থেকে রাত ১১:৫৯-এর মধ্যে, তাহলে আবেদন করতে হবে আগের দিন বিকেল ৪টার মধ্যে। রবিবার বা ছুটির দিন থাকলে তার আগের কার্যদিবসে অফিস আওয়ারের মধ্যেই আবেদন জমা দিতে হবে।
রেলওয়ে জানিয়ে দিয়েছে, এই কোটার যেন কোনওভাবেই অপব্যবহার না হয়। যাত্রীর পরিচয় ভালোভাবে খতিয়ে দেখে, কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই টিকিট বরাদ্দ হবে।সাধারণ যাত্রীদের স্বার্থেই এই কড়া সিদ্ধান্ত। সময়মতো চার্ট তৈরি হলে বাড়বে টিকিটের স্বচ্ছতা, কমবে অনিশ্চয়তা।