ওয়াশিংটনে সফরে গিয়ে এক কঠোর বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত নিজের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেবে, এবং এই অবস্থান আমেরিকাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
Read More – আমেরিকার নতুন এশিয়া কৌশল: আমেরিকার ভারত পাশে, চীন-পাকিস্তান চাপে!
জয়শঙ্কর বলেন, “আমরা মনে করি আমাদের স্বার্থ এবং আমাদের জ্বালানির প্রয়োজনীয়তা আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের আধিকারিক ও দূতাবাসের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।” তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেসে যে কোনো প্রস্তাব উঠুক না কেন, যদি তা ভারতের স্বার্থে প্রভাব ফেলে, ভারত তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এমন প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসে এক প্রস্তাব উঠেছে—রাশিয়া থেকে তেল আমদানি করলে তার ওপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হোক। যদিও এখনই তা আইন হয়নি, তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
এদিকে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুলেছে ওয়াশিংটনে। চলছে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। ভারতের লক্ষ্য—শ্রমনির্ভর পণ্যগুলিকে আমেরিকার বাজারে প্রবেশাধিকার পাইয়ে দেওয়া। অন্যদিকে, আমেরিকা চাইছে ভারত যেন কৃষি পণ্যের ওপর আমদানি শুল্ক হ্রাস করে।
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ওয়াশিংটনে তিনি আলোচনায় অংশ নিয়েছেন। দুই দেশই চাইছে একটি সমঝোতায় পৌঁছাতে, তবে অনেক বিষয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।
এই কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে—ভারত নিজের স্বার্থে আপস করতে নারাজ, এবং বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে আরও শক্তপোক্ত করতেই আগ্রহী।