পশ্চিম আফ্রিকার ঘানায় পা রেখেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানার রাজধানী আকরায় প্রেসিডেন্ট জন মাহামার সঙ্গে প্রতিনিধি দল-স্তরের বৈঠকে বসে দুই দেশ আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ঘানার উন্নয়ন যাত্রায় শুধু অংশীদার নয়, বরং একনিষ্ঠ সহযাত্রী। ঘানার সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে—যার মধ্যে রয়েছে সংস্কৃতি, ঐতিহ্যবাহী চিকিৎসা এবং নিরাপত্তা সহযোগিতা। বিশেষ গুরুত্ব পেয়েছে রেয়ার আর্থ খনিজ সম্পদ নিয়ে নতুন চুক্তি। চীনের একচেটিয়া দখলের বিপরীতে এবার ঘানার সঙ্গে হাত মিলিয়ে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানালো ভারত।
Read more – 8th Pay Commission: লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য আশার আলো, এল দারুন খবর
বৈদ্যুতিক যান বা ইভি প্রকল্পে ব্যবহৃত এই দুষ্প্রাপ্য খনিজের জোগান চীন এতদিন একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছিল, যার প্রভাব পড়েছিল ভারতের ইভি উদ্যোগেও। এবার ঘানার খনিজ খাতের সঙ্গে অংশীদার হয়ে ভারত সেই নির্ভরতা কাটাতে বড় পদক্ষেপ নিল।সন্ত্রাসবাদ নিয়েও কড়া বার্তা দিয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী মোদী বলেন, “সন্ত্রাস মানবজাতির শত্রু। এই হুমকি মোকাবিলায় দুই দেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে।”
প্রেসিডেন্ট মাহামার উপস্থিতিতে মোদী জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে তাঁরা একে “বিস্তৃত অংশীদারিত্বে” উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর আফ্রিকা সফরের প্রথম ধাপ ঘানা। এরপর তিনি আরও চারটি দেশের সফরে যাবেন, যেখানে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হবে।