ভারত প্রতিরক্ষা খাতে আরও এক বিপ্লবী পদক্ষেপ নিয়েছে। দেশের প্রথম ডুয়াল স্টিলথ ড্রোন তৈরি করছে হায়দ্রাবাদ-ভিত্তিক স্টার্টআপ ভীরা ডাইনামিক্স, প্রতিরক্ষা মন্ত্রকের সহায়তায়। এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর স্টিলথ প্রযুক্তি—বিশেষ করে রামা (RAMA), অর্থাৎ রাডার অ্যাবজর্পশন এবং মাল্টিস্পেকট্রাল অ্যাডাপ্টিভ প্রযুক্তি। বর্তমানে আমেরিকা, রাশিয়া ও চীনের মত কিছু সামরিক পরাশক্তির কাছেই এই ধরনের স্টিলথ অ্যাটাক ড্রোন রয়েছে। ভারত এই প্রযুক্তিতে প্রবেশ করায় তার প্রতিরক্ষা ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে। এই ড্রোনের উপস্থিতি ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আরও একধাপ এগিয়ে রাখবে।
এই অত্যাধুনিক ড্রোনে এমন এক ধরণের রাডার শোষণকারী কোটিং (RAM coating) ব্যবহার করা হয়েছে, যা রাডার তরঙ্গ ও ইনফ্রারেড সিগনাল শোষণ করতে সক্ষম। এই কার্বন-ভিত্তিক ন্যানোটেকনোলজি ব্যবহার করে বানানো কোটিং-এর ফলে ড্রোনটি রাডার ও ইনফ্রারেড ডিটেকশন থেকে ৯৭ শতাংশ পর্যন্ত অদৃশ্য থাকে। অর্থাৎ শত্রু ড্রোনটিকে শনাক্ত করার আগেই এটি আক্রমণ করতে পারে। এই ড্রোনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর দ্রুত আঘাত হানার ক্ষমতা—মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি টার্গেট লক করে আক্রমণ চালাতে পারে। পেলোড ক্ষমতা ৫০ কেজি, অর্থাৎ এটি অস্ত্র, বোমা, সেন্সর কিংবা উন্নত ক্যামেরা বহন করতে পারে, যা একে বহু রকম মিশনের জন্য উপযুক্ত করে তোলে। একবার এই ড্রোন পুরোপুরি তৈরি হয়ে যুদ্ধক্ষেত্রে মোতায়েন হলে, শত্রুপক্ষ শুধু হতচকিতই নয়, আতঙ্কে কাঁপবে—কারণ এদের নজরে পড়ার আগেই, আঘাত হানবে ‘অদৃশ্য’ ভারতীয় ড্রোন।