গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক পদযাত্রা ও সেমিনার বুজরুকদিঘিতে

Published : July 9, 2025
---Advertisement---

বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে চাইল্ড লাইনের উদ্যোগে এক বিশেষ পদযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Read More – বিধানসভায় পাশ হওয়া ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল বিল সম্পর্কে জানুন

প্রথমে বিদ্যালয় থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, চাইল্ড লাইনের আধিকারিকরা এবং এলাকার আশা কর্মীরা। রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বাল্যবিবাহ বিরোধী বার্তা ছড়িয়ে পড়ে। পদযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় একটি সেমিনার। সেখানে বক্তারা বলেন, কিশোর ও কিশোরীদের অল্প বয়সে বিয়ে দিলে তা তাদের স্বাস্থ্যের ক্ষতি তো করেই, পাশাপাশি শিক্ষা ও স্বনির্ভরতার পথেও বড় বাধা হয়ে দাঁড়ায়।

তাই পরিবারকে সচেতন করতেই ছাত্র-ছাত্রীদের সামনে আনা হয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড — একজন শিক্ষার্থী তার পরিবারকে যদি সচেতন করে, তবে সেই পরিবারের মাধ্যমে গোটা পাড়া, গোটা সমাজ সচেতন হতে পারে। সেমিনার শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি নাটক মঞ্চস্থ হয়, যেখানে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্রনাথ সাঁই, সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরুনঞ্জয় সরকার, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সমীর সাঁই, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক তারাপদ মাঝি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ। চাইল্ড লাইনের এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। সচেতনতা গড়ে তুলে বাল্যবিবাহ রোধে এমন অনুষ্ঠান আগামী দিনেও চলবে বলে আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now