গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাঘ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, গলসিতে থমকে গেল যাত্রা

Published : July 3, 2025
---Advertisement---

আজ দুপুরে পূর্ব বর্ধমানের গলসি স্টেশনে থমকে দাঁড়াল ডাউন বাঘ এক্সপ্রেস। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাঠগোদাম থেকে হাওড়াগামী এই এক্সপ্রেস ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিন আচমকাই বিকল হয়ে যায়, যার জেরে সম্পূর্ণভাবে থমকে যায় যাত্রাপথ।

ইঞ্জিন বিকলের ফলে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে চরম দুর্ভোগ। অস্বস্তির মধ্যে দীর্ঘক্ষণ স্টেশনে আটকে পড়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শুধু বাঘ এক্সপ্রেসই নয়, এই ঘটনার জেরে অন্যান্য ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। গলসি ছাড়াও বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছে বলে জানিয়েছে রেল সূত্র।

রেল দফতর থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিকল ইঞ্জিনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইঞ্জিন এনে যত দ্রুত সম্ভব ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নতির আশায় প্রহর গুনছেন যাত্রীরা।এই ঘটনার ফলে প্রশ্ন উঠেছে ট্রেনের রক্ষণাবেক্ষণ ও জরুরি পরিস্থিতিতে রেলের প্রস্তুতি নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে এখন দেখার বিষয়, যাত্রী দুর্ভোগ কত দ্রুত লাঘব করা যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now