মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাবা ও তাঁর নাবালিকা কন্যা। মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর গ্রামে গদ্ধারপাড় এলাকায় ঘটে ঘটনাটি। মৃত বাবা অরুণ নন্দী (৫০) পেশায় একজন দর্জি। তাঁর মেয়ে বর্ষা নন্দী, ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পড়াশোনা করত মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে এলাকা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সময়েই বাড়ির সামনে থাকা বিদ্যুৎ খুঁটির সংযোগ তার খুলে ঝুলতে থাকে। মঙ্গলবার সকালে বর্ষা ওই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে কাঁপতে দেখে উদ্ধার করতে গিয়ে অরুণ বাবুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
চোখের সামনে এই দৃশ্য দেখে চিৎকার শুরু করে অরুণবাবুর ছেলে। পরে সে একটি শুকনো বাঁশের সাহায্যে দুই জনকে আলাদা করার চেষ্টা করে। প্রতিবেশীদের সহায়তায় বাবা-মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারে রয়ে গেলেন অরুণবাবুর স্ত্রী ও কনিষ্ঠ পুত্র। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পরিবারের শোকস্তব্ধ সদস্যরা জানান, আচমকা এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। গদ্ধারপাড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।