গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বাংলার জঙ্গল এখন সিনেমার স্বর্গ! আউশগ্রামে দেবের ‘রঘু ডাকাত’ ছবির শুটিং”

Published : April 10, 2025
---Advertisement---

চারদিকে ঘন জঙ্গল। তার ভেতর দিয়ে ধুলো উড়িয়ে ছুটছে ঘোড়া। সবার সামনে ঘোড়ার ওপরে রঘু ডাকাত। দলবল নিয়ে জমিদার বাড়ি লুট করতে চলেছে রঘু ডাকাত। আউশগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জঙ্গল এখন বিখ্যাত শুটিং স্পট। এখানে ‘রঘু ডাকাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়া ছোটালেন দেব।

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এখন হয়ে উঠেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শুটিং স্পট। ভাঙা জমিদার বাড়ি, ঘন শাল-পিয়ালের জঙ্গল, আদিবাসী গ্রাম এবং লালমাটি এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। কাছেই বোলপুর। সেখানে রাত্রিবাস করে অল্প সময়েই এই শুটিং স্পটে চলে আসছেন অভিনেতা অভিনেত্রী পরিচালকরা। সে কারণে চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম আকর্ষণ এখন আউশগ্রামের জঙ্গল।

Read more – গলসির যুবক তামিলনাড়ু থেকে গ্রেপ্তার, অপহৃত নাবালিকা উদ্ধার

এখানেই শুরু হয়েছে বাংলার অন্যতম বিগ বাজেট ছবি ‘রঘু ডাকাত’ এর শুটিং। তাতে প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব। আদুরিয়ার ঘন জঙ্গল, কালিকাপুরের ভাঙা জমিদার বাড়ি এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মিলিত সৌন্দর্য এখানে শুটিংয়ের জন্য আদর্শ জায়গা তৈরি করেছে।

দেবের রঘু ডাকাত চরিত্রের ঘোড়া চালানোর দৃশ্য এখানে শুট করা হচ্ছে। তা এলাকার বাসিন্দাদের কাছে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই শুটিং দেখতে ভিড় করছেন। বিগ বাজেটের এই ছবির শুটিংয়ের পাশাপাশি দেব-দর্শনের জন্য প্রচুর ভিড় হচ্ছে। ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে পুলিশ প্রশাসন।

আউশগ্রামের জঙ্গল শুধু বাংলা নয়, বলিউড এবং তামিল ছবির শুটিংয়ের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। কালিকাপুরের জঙ্গল, মৌখিরার টেরাকোটা মন্দির এবং আদুরিয়ার ঘন জঙ্গল, এই সমস্ত স্থানের সৌন্দর্য অনেক পরিচালককেই এখানে শুটিং করার জন্য প্রেরণা দিয়েছে। বিশেষত আউশগ্রামে চিত্রনাট্যে প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। একদিকে এ অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অন্যদিকে সহজ প্রবেশযোগ্যতা- সব মিলিয়ে আউশগ্রাম এখন সিনেমা নির্মাণের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now