মঙ্গলবার এই নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল পুরোভবনে। আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন “আসানসোল পৌরসভা এলাকায় তিনটি ওল্ডেজ হোম রয়েছে। যেখানে অনেক গৃহহীন বয়স্ক মানুষরা থাকেন। এবার থেকে তাদের পুষ্টি বৃদ্ধিতে পাতে মাংস দেওয়ার ব্যবস্থা করা হলো পুরসভার পক্ষ থেকে। আসানসোল পুরসভায় বসবাসকারী বিভিন্ন সমাজসেবী , ব্যবসায়ী,ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই ব্যবস্থা করা হয়েছে।
Read More – http://সাধ্যের মধ্যে পাবেন 256 জিবি স্টোরেজ যুক্ত Redmi A4 5G,ফিচার্সগুলো সম্পর্কে জেনে নিন
এখনো পর্যন্ত এই কাজে দুজন এগিয়ে এসে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আসানসোল পুরসভার অন্তর্গত ওল্ডেজ হোম গুলিতে একদিকে যেমন বয়স্করা থাকেন,তেমনি কিছু বাচ্চা থাকে বলে পুরসভা সূত্রের খবর । ইতিমধ্যেই তাদের পাতে পুষ্টিগুণ সম্পন্ন মাংস তুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সি ও পুরো কর্তৃপক্ষ বুধবার এই বৈঠক করেন।