কুনাল চট্টোপাধ্যায়,খণ্ডঘোষ,, পূর্ব বর্ধমান:- পেশাদার অভিনেত্রী, বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান-আরামবাগ সড়কে খণ্ডঘোষের আমিলা বাজারে সোমবার সকালবেলা ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে।
Read More – রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্ভাব্য বিদায়: লন্ডনে নতুন জীবনের পরিকল্পনা
স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান। কে এই মহিলা? যখন তারা কথা বলার চেষ্টা করেন, তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কথা বলার ছন্দে কোনও সামঞ্জস্য নেই। তবে তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পেশায় একজন অভিনেত্রী। নিজের নাম জানান সৌমি হর চৌধুরী। বলেন, ‘‘আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি।’’ কখনও বলেন, ‘‘আমি বেহালার মেয়ে।’’ আবার কখনও বলেন, ‘‘আমি বোলপুর থেকে এখানে এসেছি।’’
তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান— মহিলার একাধিক অভিনয় ক্লিপ। সত্যিই স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা অসাধারণ। বর্তমানে তিনি কোথা থেকে এলেন? কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? সে প্রশ্নের উত্তর মেলেনি। ওই মহিলার আচরণে স্পষ্ট মানসিক অস্থিরতা রয়েছে। স্থানীয়রা তার চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন।