গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

একটি করে আম খেলে শরীরে কী কী উপকার হয় জানেন?

Published : May 21, 2025
---Advertisement---

এখন বাজারে দেদার আম মিলছে। পাকা আমের দাম এখন আম বাঙালির সাধ্যের মধ্যেই। তবে প্রতিদিন আম খাওয়া কি উপকারী নাকি ক্ষতিকর সেই ভাবনা থেকেই যায়। আমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে চিনি থাকে, তাই তা কারও কারও জন্য চিন্তার কারণ হতে পারে। তবে প্রতিদিন একটি আম খেলে তা স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং এটি বেশ উপকারী। প্রতিদিন একটি আম খেলে কী কী উপকার হবে জেনে নিন। আম ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আম ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এর সবই স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য অপরিহার্য। প্রতিদিন আম খেলে তা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে, যা ত্বককে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন,প্রতিদিন একটি আম খেলে হৃদযন্ত্রের উন্নতি হয়। আম পটাসিয়াম সমৃদ্ধ এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করে। এতে ম্যাগনেসিয়ামও প্রচুর থাকে। তা হার্ট ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন আম খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। জানলে অবাক হবেন, ওজন কমায় আম। আপনার ওজন কমানোর ডায়েটে আম রাখতে পারেন। প্রতিদিন পরিমিত আম খেলে অর্থাৎ প্রতিদিন একটি করে খাওয়া হলে তা ওজন বজায় রাখতে সাহায্য করবে। এর কারণ হলো আম ফাইবার সমৃদ্ধ এবং দীর্ঘ সময় ধরে পেট ভরাতে সাহায্য করতে পারে।আঁশের পরিমাণ এবং পুষ্টির কারণে প্রতিদিন একটি আম খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আমের মরসুমে প্রতিদিন একটি করে আম খাওয়ার অভ্যাস করুন। এতে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now