নসরৎ আলী, গলসি বার্তা – পূর্ব বর্ধমান জেলার গলসি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো মাছের চারা ভর্তী ম্যাটাডর গাড়ি, আহত হয়েছেন গাড়ির চালক।
ঘটনাটি ঘটেছে বুধবার গলসির বড়মুড়িয়ার কাছে ১৯ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে ম্যাটাডর গাড়িটি মাছের চারা নিয়ে বর্ধমানের দিক থেকে দূর্গাপুরের দিকে যাবার সময় বড়মুড়িয়ার কাছাকাছি যায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দূর্ঘটনায় আহত হন গাড়ির চালক। দূর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। পুলিশ পৌছে জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে ও আহত অবস্থায় ম্যাটাডরের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মাছের চারা ভর্তী ম্যাটাডর উল্টে যাওয়ার ফলে জাতীয় সড়কে সব মাছ পড়ে যায়, স্থানিয়রা মাছ কুড়াতে হুড়োহুড়ি শুরু করে দেয়। মাছ বোঝায় গাড়ি উল্টেছে শুনে অনেকে আবার থলি, বালতি নিয়ে মাছ কুড়াতে চলে আসেন।