গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের প্রথম যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন

Published : August 13, 2025
---Advertisement---

গতকাল উদ্বোধনের পর, আজ সকালে প্রথম যাত্রী পরিষেবা দিল শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন। যাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, আর প্রথম দিনেই এই আধুনিক পরিষেবায় ভরসা রেখেছেন ২৫০৩ জন যাত্রী। পূর্ব রেল সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তবে এই ইতিবাচক ছবির মধ্যেই যাত্রার শুরুতে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। এক যাত্রী টিকিট ছাড়াই এসি লোকালে ওঠার চেষ্টা করলে, কর্তব্যরত টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে জরিমানা করা হয় ২৮৫ টাকা—যার মধ্যে ২৫০ টাকা জরিমানা এবং ৩৫ টাকা এসি লোকালের ন্যূনতম ভাড়া। পরে ওই যাত্রীকে বিধাননগর স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই এসি লোকাল ট্রেন পরিষেবাকে সুশৃঙ্খল রাখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। প্রতিটি যাত্রায় থাকবেন ৮ জন টিকিট পরীক্ষক এবং ৬ জন RPF জওয়ান। চলন্ত ট্রেনেই হবে টিকিট পরীক্ষা, ফলে টিকিট ছাড়া উঠতে চাইলে ধরা পড়া নিশ্চিত। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে রেল কর্তৃপক্ষ বেশ আশাবাদী। আধুনিক এসি সুবিধা, নির্ধারিত সময়ে যাত্রা, আর যাত্রী নিরাপত্তায় এমন নজরদারি—এই সব মিলিয়ে যাত্রীদের কাছে এটা হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফের শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশ্যে ছাড়বে এসি লোকাল। যারা এখনও এই নতুন পরিষেবা উপভোগ করেননি, তাদের জন্য এটিই হতে পারে পরের যাত্রার আদর্শ সুযোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now