গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দক্ষিণে গরম-অস্বস্তি, উত্তরে টানা বৃষ্টি- কেমন থাকবে বাংলার এই সপ্তাহ

Published : August 13, 2025
---Advertisement---

গত সপ্তাহের শেষ দিক থেকে কিছুটা বিরতি নিয়েছে বর্ষা। তার জায়গা নিয়েছে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আকাশ? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে মিলেমিশে চলবে বৃষ্টি আর গরমের খেলা। প্রথমে উত্তরবঙ্গ—মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের খুব কাছ দিয়ে যাচ্ছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এবার দক্ষিণবঙ্গ—
এই অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ, সোমবার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এই চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার আরও সক্রিয় হবে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তর ২৪ পরগনাতেও।

তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায়, অস্বস্তি কিন্তু থেকেই যাবে।
তিলোত্তমা শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি যথেষ্ট। তবে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট থাকলেও, দক্ষিণবঙ্গে বড়সড় বৃষ্টির সম্ভাবনা কম। তবে যেকোনও পরিবর্তনের জন্য নজর রাখতে হবে আবহাওয়া দফতরের নিয়মিত আপডেটের দিকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now